সাতক্ষীরা জেলায় একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ শুভ উদ্বোধন
সাতক্ষীরা জেলায় একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ শুভ উদ্বোধন
দেলোয়ার হোসেন, কলারোয়া ( সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলায় একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম চালু করা হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকাল সময়ে উপজেলা চত্বরে বিভিন্ন ফাঁকা জায়গা গুলোতে নানা প্রজাতির গাছ লাগানো হয়।কলারোয়া উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার জনাব রুলী বিশ্বাস,বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু।এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার কৃষিবিদ কৃষি অফিসার জনাব আবুল হোসেন মিয়া,প্রোগ্রামার মোতাহার হোসেন,পিআইও রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, বিআরডিবি কর্মকর্তা আব্দুল আজিজ,সাদ্দাম হোসেন, বেনজির হোসেন সহ আরো অনেকেই। এসব প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- গাছ আমাদের সবথেকে বড় বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়,ছায়া দেয়,ফল দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের বেঁচে থাকার জন্য গাছ লাগানোর বিকল্প কোন কিছু নেই। তাই আসুন আমরা গাছ কাটা বন্ধ করে বেশি বেশি করে গাছ লাগায়।এই বৃক্ষ রোপন কার্যক্রমে কলারোয়া উপজেলার বিভিন্ন জায়গায় মোট ১২,৩০৮ টি গাছ রোপণ করা হবে। তার ভিতরে থাকবে উপজেলা চত্বর, উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ চত্বর, স্কুল চত্বর , কলেজ চত্বর, মাদ্রাসা চত্বর, প্রাথমিক বিদ্যালয় চত্বর সহ অন্যান্য জায়গায়।
Comments are Closed