বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমরান হোসেন : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই থেকে শুরু হওয়া ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দামুড়হুদা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ২০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস,উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী সহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা।অনুষ্টানটির সঞ্চলায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার হারুন অর রশীদ।
👍


Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: