বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‍্যালি অনুষ্ঠিত।

(Untitled)

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‍্যালি অনুষ্ঠিত।

 

ইমরান হোসেন :চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচার র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে দর্শনা থানা থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু,প্রধান অতিথি আলী মনসুর বাবু ডেঙ্গু প্রতিরোধ করার লক্ষ্যে জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ এটিতে মানুষের মৃত্যুর ঝুঁকি কম, একটু সচেতন হলে এ রোগ থেকে আমরা মুক্ত হতে পারি, বাড়ি রাঙ্গিনা পরিষ্কার রাখা, ফুলের টবে, পড়ে থাকা ডাবের খোসা, পরিত্যক্ত জমে থাকা টায়ারের মধ্যে পানি জমতে না দেওয়া, এবং ডেঙ্গু আক্রান্ত রোগীকে সব সময় মশারির মধ্যে রাখা, এবং তীব্র জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাব সহ ডেঙ্গু উপসর্গের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে এ রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি। আরো উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহেদ, (ওসি) তদন্ত আমানুল্লাহ আমান , সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান প্রমুখ। র‍্যালিতে দর্শনা থানা পুলিশের সকল সদস্য অংশগ্রহণ করে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: