বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

মিথ্যা ওয়ারেশ কায়েম সনদপত্র দিয়ে পথে বসানোর অভিযোগ কয়লা ইউনিয়নের চেয়ারম্যান এর বিরুদ্ধে

সংবাদদাতা :

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোহেল রানা এর বিরুদ্ধে মিথ্যা ওয়ারেশ কায়েম সনদ দিয়ে পথে বসানোর অভিযোগ এনে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী নারী।এ বিষয়ে অভিযোগকারী রিজিয়া খাতুন আমাদের জানান কয়লা ইউনিয়ন থেকে গত বছর 2022 সালে একটি ওয়ারিশকা এম দিয়েছে সেখানে সব শরিকের নাম ছিল কিন্তু ২০২৩ সালে আমার সতীনের ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে মিথ্যা ওয়ারেশ দিয়ে আমার এবং আমার সতিনের মেয়ের ছেলেকে বাদ দিয়েছে।

প্রায় ৫০ বৎসর পূর্বে আমার স্বামীর সহিত আমার বিবাহ হয়। আমার কোন সন্তানাদি জন্ম গ্রহন করে নাই। এমতবস্থায় আমার স্বামী খন্দকার আঃ মাজেদ জনৈকা সহিদা খাতুনকে বিবাহ করে। এবং ঘর সংসার করাকালিন সহিদা খাতুনের গর্ভে ও আঃ মাজেদের ঔরষে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। নাম রাশিদা খাতুন। পরবির্তীকালে উক্ত রাশিদা খাতুনের বৈবাহিক জীবনে ১টি কন্যা এবং ১টি পুত্র সন্তান জন্ম গ্রহন করে ইতোমধ্যে কন্যা সন্তান রাশিদা খাতুন মৃত্যু বরন করিয়াছে। উক্ত রাশিদা খাতুনের পুত্র সন্তানটি বর্তমানে জীবিত আছে। যাহার নাম মোঃ রাশেদ রাজু। এক্ষনে উক্ত মৃত আঃ মাজেদ খন্দকারের অন্যান্য ওয়ারেশগন উপজেলা নির্বাহী অফিসার কলারোয়া, সাতক্ষীরা দরখাস্তকারীকে এবং উক্ত মোঃ রাশেদ রাজুকে তাহাদের স্বামী এবং নানার সম্পত্তি হইতে বঞ্চিত করিবার উদ্দেশ্যে স্থানীয় চেয়ারম্যান শেখ সোহেল রানা, ৩ নং কয়লা ইউনিয়ন পরিষদ, কলারোয়া, সাতক্ষীরা। দরখাস্তকারীর স্বামীর অন্যান্য ওয়ারেশদের সহিত যোগসাজসে ষড়যন্ত্র করিয়া ভুয়া মিথ্যা এবং জ্বাল তঞ্চকী ওয়ারেশ কায়েম সনদ পত্র প্রস্তুত করিয়া তাহা ব্যবহার করিয়া দরখাস্তের তপশীল সম্পত্তি সমূহ সহ অন্যান্য সম্পত্তি আত্নসাতের জন্য অন্যায় লাভ ও লোভের বশবর্তী হইয়া নাম পত্তন করাইয়া বি আর এস জরীপে দরখাস্তকারী এবং উক্ত রাশেদ  রাজু এর নাম বাদ দিয়া রেকর্ড প্রস্তুত করাইয়া লইয়াছে। উক্ত প্রাকরে বিবাদীঃ ১) শেখ সোহেল রানা, পিতা মৃত:মোজ্জাফার শেখ, সাং- আলাইপুর, চেয়ারম্যান ৩ নং কয়লা ইউনিয়ন পরিষদ, ২) খন্দকার রাজিব হোসেন, ৩) খন্দকার সজিব হোসেন, ৪) মোছাঃ মানছুরা খাতুন, ৫) মোছাঃ মাসকুরা খাতুন, সর্ব পিতা- মৃত খন্দকার আঃ মাজেদ, ৬) রাবেয়া খাতুন জং- মৃত খন্দকার আঃ মাজেদ, সর্ব সাং- শ্রীপতিপুর, সর্ব থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাগন জাল জালিয়াতি তঞ্চকী, মিথ্যা এবং ভুয়া ওয়ারেশ কায়েম সনদ পত্র প্রস্তুত এবং ব্যবহার করিয়া মারাত্মক ক্ষতিগ্রস্থ এবং খন্দকার আঃ মাজেদ এর তপশীল সম্পত্তি সহ সকল সম্পত্তি হইতে বঞ্চিত করিয়া পথে বসাইয়াছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: