বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

পুলিশের অভিযানে নাশকতা মামলার ০৫ আসামী গ্রেফতার

পুলিশের অভিযানে নাশকতা মামলার ০৫ আসামী গ্রেফতার

কলারোয়া প্রতিনিধি,সাতক্ষীরাঃ- আদালতের নির্দেশিত নাশকতা মামলার ০৫(পাঁচ) আসামী কে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।

কলারোয়া থানা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা সদরের বিজ্ঞ আদালতের নির্দেশনা পেয়ে কলারোয়া থানার একটি অভিযানিক পুলিশ দল রবিবার ০৬/০৮/২০২৩ ইং তারিখ থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ০৫(পাঁচ) আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়। এরা হলো-

১। মোঃ মুজিবর রহমান(৫২), পিতা-মৃত রহিম বক্স মোড়ল, সাং-চিতলা, ২। মোঃ ইব্রাহিম গাজী(৫৪), পিতা-মৃত মোকসেদ আলী গাজী, সাং-পানিকাউরিয়া, ৩। মোঃ ইনামুল হোসেন(৩২), পিতা-আবু জাফর, সাং-লাঙ্গলঝাড়া, ৪। মোঃ আব্দুল খালেক(৫০), পিতা-মৃত গোলাপ সরদার, সাং-ঝিকরা, ৫। মোঃ সাকিব হাসান(১৯), পিতা-আলমগীর কবির মিঠু, সাং-মাহমুদপুর, সর্বথানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।

আসামীদের গ্রেফতারের বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,”সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার উল্লিখিত ঐ ০৫ আসামী কে গ্রেফতার করা হয়।

আসামী ০৫(পাঁচ) জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে সাতক্ষীরা জেলা সদর বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: