নওগাঁর মান্দায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁর মান্দায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশে মাঠের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে থানা পুলিশে খবর দেওয়া হয়। লাশের গায়ে হাফ চেকসার্ট ও পরনে চেক লুঙ্গি ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
Comments are Closed