কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযপন।

মেহেদী সোহাগ :
কলারোয়ায় উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস ২০২৩ উপলক্ষে কুরআন খতম, পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ১১ টার সময় কলারোয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ( FS) শাহাজান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা রাখেন তালা – কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইন্জিনিয়ার মুজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশ এর ১ টি মডেল রিসোর্স সেন্টার, ৫ টি সাধারণ রিসোর্স সেন্টার ও ১৭৪ টি কেন্দ্রে দ্বায়িত্বরত সুপারভাইজার, সহকারী সুপারভাইজার ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
Comments are Closed