বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

নওগাঁর বদলগাছীতে বাবা-মার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

 মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাবা-মার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মোসা. জেনি আক্তার (১৪) নামের এক ছাত্রীর আত্মহত্যা করেছে। নিহত জেনি আক্তার উপজেলার কেশাইল গ্রামের মো. মমিন হোসেনের মেয়ে ও কেশাইল নুরানিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ৭ই সেপ্টেম্বর (বুধবার) প্রেম জনিত কারণে নিহতের সাথে তার মা-বাবার ঝগড়া হয়ে নিজ ঘরে যায়। এরপর বাড়ির সকলের অগোচরে আনুমানিক বেলা সাড়ে ১১ থেকে সাড়ে ১২ টার মধ্যে যে কোন সময় তার নিজ শয়ন কক্ষের বাশের ডাসার সাথে গলায় ওড়না দ্বারা ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার মা পরবর্তীতে তার মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে ও ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাক চিৎকার করে। তবুও ভেতর হতে সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মেয়েকে গলায় ফাঁস দেওয়া দেখে সেখান থেকে নিচে নামায়। সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: