বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

শার্শায় সাংবাদিককে হত্যার হুমকি থানায় জিডি

শার্শায় সাংবাদিককে হত্যার হুমকি থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক।। মাদক বিক্রিতে জড়িতদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শার্শায় এক সাংবাদিক। শার্শা থানায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে জিডি করেন সাংবাদিক মোঃ সোহাগ আলী। এতে অভিযোগ করা হয়, মাদকের বিস্তার নিয়ে সম্প্রতি প্রতিবেদন করেন মোঃ সোহাগ আলী। এর জেরে মঙ্গলবার রাত ৮ টার সময় তাকে সরাসরি হত্যার হুমকি দেন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত রাবেয়া ওরফে খাতন, তার মেয়ে মোছাঃ কাকুলী, ও তার ছেলে কিশোর গ্যাং এর মূলহোতা মোস্তফা। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম। তিনি জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সাংবাদিককে হুমকির নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান নয়ন। ও বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান মন্টুসহ সুশীল সমাজের নেতারা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: