কলারোয়া কাকডাঙ্গা সীমান্তে ২ বোতল LSD ও ১০ বোতল ভারতীয় মদসহ ভারতীয় নাগরিক আটক

মেহেদী সোহাগ :
কলারোয়া কাকডাঙ্গা সীমান্তে ২ বোতল ভয়ানক মাদক LSD ও ১০ বোতল ভারতীয় মদসহ ১ ভারতীয় নাগরিককে আটক করেছে কাকডাঙ্গা বিজিবির সদস্যরা।
শুক্রবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কেড়াগাছী ইউনিয়নের গোয়ালচাতর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ ঐ ভারতীয় নাগরিককে আটক করেছে।
আটককৃত মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার টাকা। মাদকসহ আটককৃত ভারতীয় নাগরিকের নাম সুভাষ কুমার (৪৫)। সুভাষ কুমার ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার উলুধর গ্রামে।
এঘটনায় কলারোয়া থানায় মামলা দ্বায়ের করেছে বিজিবি। কাকডাঙ্গা ক্যাম্পে দ্বায়িত্বরত কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments are Closed