শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে লাল রঙের টি-শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকার ধানক্ষেতের পানিতে মরদেহটি ওপর হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় তারা। বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: