কলারোয়ায় ৩ পিস ভারতীয় এল.এস.ডি সহ চোরাকারবারী আটক

স্টাফ রিপোর্ট :
কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে ভয়াবহ মাদক এল.এস.ডি সহ ১ চোরাকারবারীকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ ।সোমবার (১৮ই সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কলারোয়া বাজার এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এল. এস. ডি সহ আটককৃত আসামী সাতক্ষীরা সদরের সাতানী গ্রামের মৃত আশরাফুল ইসলাম এর ছেলে আতাউর রহমান (২২)। আটককৃত এল.এস. ডির আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লক্ষ টাকা ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান জানান সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কলারোয়া থানার চৌকস বাহিনীর একটি টিম গোপন সংবাদের মাধ্যমে থানার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে এল.এস.ডি সহ আটক করা হয়।এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Comments are Closed