বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

কক্সবাজার সদর থানাধীন পশ্চিম টেকপাড়ায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামী র‌্যাব-১৫ কর্তৃক আটক।

কক্সবাজার সদর থানাধীন পশ্চিম টেকপাড়ায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামী র‌্যাব-১৫ কর্তৃক আটক।

 

এম এস হান্নান স্টাফ রিপোর্টার

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিআর নং-৩১০/২২, তারিখ-১৮/১২/২২, ধারা-৩৬(০১) সারণীর ১০ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক নারী আসামী ছফ্রু রাখাইন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার বিশেষ গোয়েন্দা নজরদারী ও তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজার জেলার সদর থানাধীন পশ্চিম টেকপাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুমান ২০.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ছফ্রু রাখাইন (চো প্রু) (৪০), স্বামী-মংলা রাখাইন, পিতা-বাদলা রাখাইন ,মাতা-উনসিং রাখাইন, সাং-পূর্ব মাছ বাজার, রাখাইন পাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারকৃত আসামীকে মাদক মামলায় ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী নিজেকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে এবং এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে কক্সবাজারের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।

 

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: