শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

কলারোয়ায় পৃথক মামলার ০৩ আসামী গ্রেফতার

কলারোয়ায় পৃথক মামলার ০৩ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ-সাতক্ষীরা জেলা সদর আদালতের নিয়মিত মামলার ০২জন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ জন সহ সর্বমোট ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ সদস্যরা।

গ্রেফতার হওয়া আসামীদের নাম ও ঠিকানাঃ-১। ইমরুল কায়েস(২২), পিতা-সাহেব আলী, সাং-কাশিয়াডাঙ্গা, ২। শারমিন সুলতানা, স্বামী-মারুফ, সাং-কোটাবাড়ী এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩। মাছুরা খাতুন, পিতা-আবু বক্কার, সাং-জালালাবাদ, সর্ব থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।

কলারোয়া থানা সূত্রে জানা গেছে,আসামী সকল প্রায়শই মামলার তারিখে আদালতে অনুপস্থিত থাকায় মামলার বিচারকার্যে ব্যতয় ঘটে এবং মামলা নিস্পত্তির ক্ষেত্রে বাদী-বিবাদীর শুনানীর কার্যক্রম ব্যহত হতে থাকে। দ্রুত সময়ে মামলা নিস্পত্তি করতে গেলে আসামীদের উপস্থিতি একান্ত প্রয়োজন। সে কারণে বিজ্ঞ আদালত পলাতক সকল আসামীদেরকে গ্রেফতারির নির্দেশনা প্রদান করেন,আদালতের এমন নির্দেশনার পরিপ্রেক্ষীতে কলারোয়া থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে আসামী ০৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: