দামুহুদার জয়রামপুরে মহানন্দা ট্রেনে এর ধাক্কাই বৃদ্ধার আত্মহত্যা
দামুহুদার জয়রামপুরে মহানন্দা ট্রেনে এর ধাক্কাই বৃদ্ধার আত্মহত্যা
দামুহুদার জয়রামপুরে মহানন্দা ট্রেনে এর ধাক্কাই বৃদ্ধার আত্মহত্যা

ইমরান হোসেন: গত বুধবার আনুমানিক দুপুর একটার দিকে খুলনা আগামী মহানন্দ লোকাল ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ আহত হয়। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যায়। ঘটনাস্থলে থাকা স্থানীয়দের কাছে জানা যায় মৃত ব্যক্তি চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্ত গ্রাম হালশা পড়ার আব্দুল হোসেন(৬০)। হতাহত করে স্থানীয় এবং আবদুলের লোকজন মৃত আব্দুলকে নিজগৃহে নিয়ে যায়।
মৃত আব্দুল হোসেন ছিলেন পেশায় একজন খুচরা কাঁচামাল বিক্রেতা। তিনি বুহু বছর ধরে অসুস্থ ছিলেন। তারপরও তিনি চেষ্টা করে গিয়েছেন হাটবাজারে কাচামাল বিক্রি করে তার সংসার ও চিকিৎসার খরচ চালিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু তার অসুস্থ শরীর নিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছিল।তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এর ফলে একদিকে শারীরিক যন্ত্রণা আরেক দিকে হতাশার কারণে একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেন। কয়েকবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হলে মৃত আব্দুল এবার আত্মহত্যা করতে আর ব্যর্থ হননি।
জয়রামপুর রেলস্টেশনে খুলনাগামী চলন্ত মহানন্দ ট্রেনের সামনে(আত্মহত্যার উদ্দেশ্য) যাওয়ার আগেই ধাক্কা খেয়ে লুটিয়ে পড়েন স্টেশন প্লাটফর্মের উপরে। আশেপাশের লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।
এলাকাবাসীর কাছে জানা যায় আব্দুল একটা ভালো মনের মানুষ ছিলেন, সকলের সাথে মিশুক ছিলেন।
একটা মানুষ যখন পরিবার পরিজনদের নিকট বোঝা হয়ে দাঁড়ায়,সেই যন্ত্রণা একমাত্র যে ভোগ করে সেই জানে কতটা কষ্ট ও যন্ত্রণার। মৃত আব্দুল হোসেন অসহ্য মানুষের যন্ত্রণা নিয়ে আত্মহত্যার পথ বেছে নেই।
আইনি পদক্ষেপের এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা জানায় কোনরকম আইনি জটিলতা ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক মতামতের ভিত্তিতে দাফন কার্য সম্পন্ন হয়।
Comments are Closed