বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

কলারোয়ায় ৫১ বোতল মাদক দ্রব্য ও ৫১ পিস ইয়াবা সহ গ্রেফতার-২

কলারোয়ায় ৫১ বোতল মাদক দ্রব্য ও ৫১ পিস ইয়াবা সহ গ্রেফতার-২

মোঃ ইমরান সরদার,স্টাফ রিপোর্টার,কলারোয়া(সাতক্ষীরা):- কলারোয়া থানাধীন গনপতিপুর গ্রাম হতে ৫১ পিস ইয়াবা সহ মিকাইল(৪০) ও চন্দনপুর গ্রাম হতে ৫১ বোতল মাদকদ্রব্য সহ পলাশ মোল্লা(২৭) কে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।

কলারোয়া থানা সূত্রে জানা যায়,শনিবার(০২ অক্টোবর) ৯টার দিকে গোপন সংবাদ আসে যে,গনপতিপুর গ্রাম এবং চন্দনপুর গ্রামে মাদক পাচারকারীরা মাদক বেচা-কেনার প্রস্তুতি নিচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার(ওসি) মীর খায়রুল কবীর এর নেতৃত্বে এসআই (নিঃ) শাহজাহান কবীর, এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন, এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এএসআই (নিঃ) এসএম রবিউল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সেলিম রেজা, এএসআই (নিঃ) মোঃ এমায়েদুল ইসলাম, সংগীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া কলারোয়া থানাধীন ০৯ নং হেলাতলা ইউপি এর অর্ন্তগত গনপতিপুর গ্রামস্থ মোয়াজ্জেম চেয়ারম্যানের লিচু বাগানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মিকাইল ইসলাম ঘোরামী কে ৫১ (একান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তার বাড়ী কলারোয়া থানার ব্রজবাকসা গ্রামে,সে মৃত আনিছুর রহমান ঘোরামী’র ছেলে এবং
একই তারিখ আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া থানাধীন চন্দনপুর গ্রামস্থ চন্দনপুর কলেজ মোড় হইতে আসামী মোঃ পলাশ মোল্লা কে ৫১ বোতল মাদক দ্রব্য ESKUF CODEINE সহ গ্রেফতার করা হয়। তার বাড়ী বড়ালী উত্তরপাড়া গ্রামে,তার পিতার নাম রফিকুল মোল্লা। আসামীদেরকে মাদক সহ সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আসামীদের গ্রেফতারের বিষয়ে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবীর বলেন,সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) স্যারের নির্দেশনায় আমরা থানা পুলিশ দল আসামীদের ধরতে ঘটনা স্থলে যায় এবং তাদেরকে মাদক দ্রব্য সহ গ্রেফতার করতে সক্ষম হই।

প্রেরক:- মোঃ ইমরান সরদার,স্টাফ রিপোর্টার
কলারোয়া,সাতক্ষীরা।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: