শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মহারাষ্ট্রের ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনায় আক্রান্ত

ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই ভারতে লাফিয়ে বাড়ছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এ আক্রান্তের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের ১০ মন্ত্রী ও ২০ জন বিধায়ক।

বছরের প্রথম দিনে এই খবর জানিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এই মন্ত্রী-বিধায়করা আক্রান্ত হওয়ায় ওই রাজ্যের বিধানসভা অধিবেশনের সময়ও কমানো হবে বলে জানিয়েছেন অজিত। খবর আনন্দবাজার অনলাইনের।

নতুন বছরের প্রথম দিনেই অজিত বলেন, ‘এখনও পর্যন্ত ১০ জন মন্ত্রী এবং ২০ জন বিধায়ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জন্য বিধানসভা অধিবেশনের সময় কমিয়ে দেয়া হয়েছে।’

এরপরই জনসাধারণের উদ্দেশে সতর্কবার্তা দেন তিনি। অজিত বলেন, ‘নতুন বছরের উৎসবে সকলেই সামিল হতে চাই। কিন্তু মনে রাখা দরকার ওমিক্রন খুব দ্রুত ছড়াচ্ছে। কিছু রাজ্যে আবার রাত্রিকালীন কারফিউ জারি করা হচ্ছে। মহারাষ্ট্রের মুম্বাই এবং পুণেতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।’

বর্ষবরণে মেতে পরিস্থিতির অবনতি না হয়, সে জন্য ইতোমধ্যেই মুম্বাই জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে কোভিড সংক্রান্ত আরও বিধিনিষেধ জারি করা হতে পারে বলে জানান তিনি। অজিত বলেন, ‘যদি আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে, তা হলে কঠোর বিধিনিষেধ জারি করা হবে।’

প্রসঙ্গত, শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্ট অনুসারে, ৮ হাজার ৬৭ জন নতুন করে সংক্রমিত হয়েছে মহারাষ্ট্রে। এর মধ্যে মুম্বাইয়েই আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৩১ জন, যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার বেশি।

ওমিক্রনও দ্রুত হারে ছড়াচ্ছে মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত ৪৫৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে, যা ভারতের মধ্যে সর্বোচ্চ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: