শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া কিশোর নাজিরের ট্রেনে কেটে মৃত্যু ।

চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া কিশোর নাজিরের ট্রেনে কেটে মৃত্যু ।

ইমরান হোসেন চুয়াডাঙ্গা প্রতিনিধি ।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাজির হোসেন (১৬) নামে কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কুবরেগাড়ি লাইনপাড়া নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নাজির।পরে স্থানীয়দের সহযোগিতায় ওই কিশোরের মরদেহের চারটি খণ্ড বস্তায় করে বাড়িতে নেওয়া হয়। নিহত নাজির হোসেন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। ইউপি সদস্য জহিরুল হক বলেন, কিশোর নাজির মানসিক ভারসাম্যহীন ছিল। চিকিৎসাও চলছিল। মঙ্গলবার সকালে মাঠে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতায় ট্রেনের নিচে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার শরীর চার খণ্ড হয়ে যায়। পরে স্থানীয়রা বস্তায় করে মরদেহ বাড়িতে নেয়া হয়। শাহাপুর ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক জমির হোসেন বলেন, নাজির এর আগেও দুইবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। দুদিন আগে মায়ের সঙ্গে রাগারাগির কারণে বাড়ি থেকে বের হয় কিশোর নাজির। সেই অভিমানে কুবরেগাড়ির মাঠ নামকস্থানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় কিশোর নাজির একজন মানসিক প্রতিবন্ধী । তার মাথায় কখন কোন খেয়াল হয় সেটা সে নিজেও জানেনা । সেটা নিয়ে তার পরিবার সব সময় আতঙ্কে থাকতো ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: