শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মাদকাসক্ত অবস্থায় কিশোর গ্যাং আটক।

মাদকাসক্ত অবস্থায় কিশোর গ্যাং আটক।

ইমরান হোসেন চুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে সাত সদস্যের এক কিশোর গ্যাং আটক করে স্থানীয় জনগণ। কিশোর গ্যাং দামুড়হুদা দশমিক পাড়ার বাসিন্দা তারা । কিশোর গ্যাং এর লিডার আমির আলী পিতা জাহাঙ্গীর আলম, মাহফুজ ইসলাম সাদ্দাম হোসেন , সোহান মিয়া পিতা কদম আলী , মহিন হোসেন কালু মিয়া , অন্তর সুনীল কুমার , সৌদির , শরিফুল সকলে মাদকাসক্ত অবস্থায় ছিল। তিনজনকে ধরার পরে চারজন পালিয়ে যায়। জয়রামপুর গ্রামের কলোনি পাড়ার কিছু যুবক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় কিশোর গ্যাংয়ের কাছ থেকে দেশীয় অস্ত্র , রড , বাঁশের লাঠি ধারালো রামদা উদ্ধার করে। ওদেরকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় তারা উশৃংখল ভাবে চলাফেরা করার সময় , সচেতন মহল তাদেরকে নিষেধাজ্ঞা দেয়। তার জের ধরে তারা পরিকল্পিতভাবে তাদেরকে মারার জন্য দলবেঁধে একটি পাখি ভ্যান নিয়ে জয়রামপুর কলনিপাড়া অবস্থান করে। স্থানীয় জনগণ একত্রিত হয়ে তাদেরকে আটক করে। কিশোর গ্যাংয়ের প্রত্যেকে কোন না কোনভাবে নেশাগ্রস্থ ।এমনকি তাদের গা থেকে মদের দুর্গন্ধ ও গাজার গন্ধ পাওয়া যায় । স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক , ইমরান হোসেন ঘটনাস্থল এ যান এবং তাৎক্ষণিক দামুড়হুদা মডেল থানার ওসিকে শরণাপন্ন হলে দামুড়হুদা মডেল থানার ওসি পুলিশ কর্মকর্তা কে ঘটনাস্থলে পাঠান। স্থানীয় জনগণ তাদেরকে পুলিশে হস্তান্তর করে। স্থানীয় জনগণের দাবি এরকম কিশোর গ্যাং কে প্রতিহত না করতে পারলে অতি শীঘ্রই দামুড়হুদা থানা সন্ত্রাসী রাজ্যে পরিণত হবে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: