মঙ্গলবার, মে ৩০, ২০২৩

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ

ভারতের এবারের বাজেটে বাংলাদেশের জন্য ধার্য হয়েছে ৩০০ কোটি রুপি। গতবছর যেটি ছিল ২০০ কোটি রুপি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পার্লামেন্টে ভারতের বার্ষিক বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী হিসেবে চতুর্থবার বাজেট পেশ করেন নির্মলা। বাজেট বক্তব্যে তিনি বাংলাদেশের জন্য এই বরাদ্দের কথা উল্লেখ করেন।

গতবারের বাজেটের চেয়ে প্রায় ১৫০ কোটি কমিয়ে আফগানিস্তানের জন্য ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

তালেবান শাসন প্রতিষ্ঠার পর আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভাল। ওই দেশের বিভিন্ন প্রকল্পে আগামী অর্থবছরে ভারত ২০০ কোটি রুপি খরচ করবে।

অবকাঠামো খাতে বড় আকারের ব্যয় অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মঙ্গলবার ভারতের নতুন বাজেট ঘোষণা করে নরেন্দ্র মোদির সরকার। এই বছরের ঘোষিত বাজেটে ছোট ব্যবসায় ঋণ সুবিধা সম্প্রসারণের কথাও বলা হয়। করোনা মহামারির প্রভাব থেকে বেরিয়ে আসতে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে তখন ভারতে এই বাজেট ঘোষণা করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: