বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

কয়লা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল হোসেনের পিতার মৃত্যু

কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেনের পিতা আব্দুর রহমান সরদার (৮৭) মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার ১১ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত কারনে তার নিজ বাসভবন মুরারিকাটিতে মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছর স্থানীয় কাঠালতলা জামে মসজিদে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আব্দুর রহমান সরদারের মৃত্যুতে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) সাধারন সম্পাদক আলিমুর রহমান ও কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল হোসেন, সাংবাদিক সরদার জিল্লুর, জুলফিকার আলি ও রাজু রায়হান গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: