বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

শার্শায় নিখোঁজের সাতদিন পর পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় নিখোঁজের সাত দিন পর হামিদা বিবি (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা নামক এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হামিদা বিবি বাগআঁচড়া গালর্স স্কুল এ্যান্ড কলেজ এলাকার মৃত আব্দুল আহাদের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ই ফেব্রুয়ারি বিকাল থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিল। আজ দুপুরে স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে বৃদ্ধার নাতিকে খবর দিলে সে মরদেহটি শনাক্ত করেন।

এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান বলেন, বৃদ্ধার মরদেহ পুকুরে ভাসছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: