রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

চাঁদা না পেয়ে বাস মালিক বাবা-ছেলের ওপর হামলা

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে এক পরিবহন মালিক ও তার ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মাওনার চৌরাস্তা প্রভাতি বনশ্রী পরিবহন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত পরিবহন মালিক কামাল হোসেনের বাড়ি (৪৫) বরমীর গাড়ারন গ্রামে। তার ছেলের নাম ফরহাদ মিয়া। কামাল বরমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আহতরা জানান, তাদের একটি বাস প্রভাতি বনশ্রী পরিবহন নামে চলাচল করে। মাওনা চৌরাস্তায় প্রতিদিন তাদের কাছ থেকে জিপির নামে চাঁদা আদায় করা হয়। স্থানীয় শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান চাঁদা আদায়ের বিষয়টি নিয়ন্ত্রণ করেন। সম্প্রতি জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তাদের লোকসান হচ্ছিল বলে তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে লাইনম্যানরা তাদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে মারধর করে। এতে তাদের মাথা ফেটে যায়।

এ বিষয়ে শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান বলেন, তার কোনো লোকজন বা লাইনম্যান মারামারিতে সম্পৃক্ত নন। তবে তিনি ঘটনা সম্পর্কে শুনে সেখানে গিয়ে কাউকে পাননি।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: