শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

বিকল বরেন্দ্র এক্সপ্রেস উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বিকল বরেন্দ্র এক্সপ্রেস উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গের রেল যোগাযোগ।
মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁর রাণীনগর ও আত্রাই স্টেশনের মাঝে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ বগির স্প্রিং শকআপ ভেঙ্গে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর সমস্যা জনিত বগিটিকে রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হচ্ছে। এতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
সান্তাহার রেলওয়ে কারিগরি বিভাগের একাধিক কর্মচারী বলেন, ট্রেনের বগির নিচে থাকা ‘স্প্রিং শকআপ’ ভেঙ্গে গেছে। যার কারণে এই বগিটি রেখেই ট্রেনটি ছাড়া হয়েছে। এই বগি উদ্ধারের কাজ চলছে।
বিষয়টি জানার জন্য সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: