বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে ১৯৯ বোতল উইনসরেক্স মাদক সহ আটক ২

সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে ১৯৯ বোতল উইনসরেক্স মাদক সহ আটক ২

 মোঃ শাহিনুর রহমান শাহিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক’শ ৯৯ বোতল উইনসরেক্স নামক মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার রাতে সদরের ভোমরা (পূর্বপাড়া) এলাকার জনৈক আম্বিয়া মেম্বারের বাড়ির সামনে আটক করা হয়। আটককৃতরা হলেন ভোমরা দক্ষিণপাড়া এলাকার ওয়াজেদ গাজীর ছেলে মোঃ ইসমাইল গাজী (৩৫) ও ভোমরা পূর্বপাড়া এলাকার মোঃ ইব্রাহিম গাজীর ছেলে মোঃ ইসমাইল গাজী (৩৫)। তারা দুজনেই চিহ্নিত মাদক চোরাকারবারি বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই দেব কুমার দাস, এএসআই মোঃ নাসির উদ্দিন, এএসআই বিএম তৌহিদুজ্জামান, এএসআই মোঃ শাহানুর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোমরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে চোরাপথে আসা ১৯৯ বোতল উইনসরেক্স নামক মাদকসহ দুই জনকে আটক করাহয়। উদ্ধার করা কোডিন মিশ্রিত উইনসরেক্স ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে সেবন করছে মাদকাসক্তরা। এবিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: