সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

সাতক্ষীরায় বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশ জাসদের পথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশ জাসদের পথ সভা অনুষ্ঠিত

মোঃ শাহিনুর রহমান শাহিন , সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে জেলা জাসদের পথ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার পথসভায় জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, পৌর শাখার সভাপতি কাজী নাসির, সাধারণ সম্পাদক আরশাফ সরদার, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওসার আলী, সাধারণ সম্পাদক আবদুস সামাদ, নদী-খাল রক্ষা কমিটির সভাপতি মফিজুল ইসলাম, নারী নেত্রী নাজমা বেগম, ছাত্রনেতা একরামুল হাসান প্রমুখ।এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন জেলার বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রতি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক সমাবয় খামার গড়ে তুলতে হবে, সরকার উন্নয়নে সমতা সৃষ্টির জন্য এই জেলায় কৃষিভিত্তিক শিল্পজোনের কমপক্ষে দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিলে প্রায় দুই লক্ষ যুবকের কর্মসংস্থান হওয়া সম্ভব।শ্রমজীবী কর্মজীবী পেশাজীবির সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির জন্য একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।জেলায় ৮০ভাগ মানুষ পানিবন্দী, অতিসত্বর পরিকল্পিতভাবে নদী খাল খনন করে সাতক্ষীরাকে জলবদ্ধতা মুক্ত করার জন্য জাতীয় সংসদ সদস্যবৃন্দের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবী জানানো হয়।এছাড়া লুটপাট, দুর্নীতিমুক্ত, জবাবদিহি মূলক প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বাজার সিন্ডিকেট ভেঙ্গে ২কোটি পরিবারের জন্য রেশনিং ব্যাবস্থা চালুর দাবী জানানো হয়।জনকল্যানমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য হাসপাতালকে দুর্নীতি মুক্ত করা ও গনমুখী শিক্ষার দাবী জানানো হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: