শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারীসহ আটক -২

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারীসহ আটক -২
বিশেষ প্রতিনিধি,কলারোয়াঃ অবৈধপথে ভারত থেকে দেশে ফিরে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক নারীসহ দুই বাংলাদেশীকে আটিক করেছে বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (৭জুলাই) ভোরে কলারোয়া উপজেলার মাদরা ও কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত এক মাসে কলারোয়াসহ সাতক্ষীরা জেলা সীমান্ত থেকে ৫ মানবপাচারকারীসহ ৮৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বৃন্দারচর এলাকার মৃত, রাসেল শেখের মেয়ে পিংকু খাতুন (১৫) ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের মৃত, সোহেল উদ্দীনের ছেলে শরিফুল সরদার (২৪)। সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। আটককৃতদের প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে কোয়ারেন্টিন শেষে তাদের থানায় সোপর্দ করা হবে। তিনি আরো বলেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে বর্তমানে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী চলমান আছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: