বাগআঁচড়া চেয়ারম্যানের বড় ছেলের জানাযা ও দাফন সম্পন্ন
মো. রাসেল ইসলাম:
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুলের বড় ছেলে আশরাফুল আলম অপু’র জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ জুলাই) বাদ আছর নিজ গ্রাম বামুনিয়া সোনাতন কাটি ঈদগা মাঠে তার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের আত্মার মাগফেরত কামনা করে গভীর শোক এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরব হোসেনসহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
Comments are Closed