কলারোয়ায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু
কলারোয়ায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লি উন্নয়ন উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০আগস্ট) বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ওই ঋণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণের করেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) কানাই চন্দ্র মন্ডল, জুনিয়র অফিসার মোঃ রাসেল রানা, মাঠ সংগঠক (মউ) মোছাঃ ফিরোজা খাতুন ও বাসুদেব মন্ডল। অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) এসএমএ সোহেল। কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্ত ২৫জন নারী উদ্যোক্তাদের মধ্যে ২৫লক্ষ ২৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন-উপজেলা বিআরডিবির সভাপতি (চেয়ারম্যান) মশিয়ার রহমান বাবু।
Comments are Closed