শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সাতক্ষীরার কলারোয়ায় দুই পক্ষের হামলায় মৎস্য চাষীসহ আহত-২

সাতক্ষীরার কলারোয়ায় দুই পক্ষের হামলায় মৎস্য চাষীসহ আহত-২
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় দুই পক্ষের হামলায় এক মৎস্য চাষীসহ গৃহণী আহত হয়েছে। এঘটনায় আহতদের পক্ষে কলারোয়া থানায় ৩জনের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়া হয়েছে। আহত মৎস্য চাষী উপজেলার বোয়ালিয়া গ্রামের রমজান আলীর ছেলে আজিবার রহমান সরদার জানান-তার ওই গ্রামের মধ্যে একটি মাছের ঘের রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে ১৯জুলাই সকাল সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষ একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে আঃ রহমান, সাইদুর ইসলাম, রমজান সরদারের ছেলে মজিবার রহমান তার ঘেরের পাউড়ির ঘেরা বেড়া উপড়ে ফেলে দেয়। এনিয়ে কথাকাটা কাটির এক পর্যায়ে ওই ৩জন দলবদ্ধ হয়ে মৎস্য চাষী আজিবার রহমান সরদার (৪০) কে একা পেয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। এসময় তার ডাকচিৎকারে মৎস্যচাষীর স্ত্রী আকলিমা খাতুন এগিয়ে আসলে তাকে ধরে মারপিট করা হয়। পরে খবর পেয়ে এলাকাবাসী আহত মৎস্য চাষী আজিবার রহমান সরদার কে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনায় আহতের ভাই তজিবার রহমান বাদী হয়ে ৩জনকে বিবাদী করে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: