শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়ার কেরালকাতায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন করলেন ভিপি মোরশেদ আলী

কলারোয়ার কেরালকাতায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন করলেন ভিপি মোরশেদ আলী

মোঃ ইমরান হোসেন ,নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী গণটিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী। শনিবার (৭আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রথম পর্যায়ে ৬০০জনকে টিকা দেওয়া হয়েছে। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাড়ে ১৭ হাজার মানুষ রয়েছে। পর্যায়ে ক্রমে সকলকে এই গণটিকা দেয়া হবে। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরাও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীনে কেরালকাতা ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এই গণটিকাদান কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী জানান, সরকারের নির্দেশনা মোতাবেক কেরালকাতা ইউনিয়নের সকল জনগণকে নিবন্ধন এর আওতায় আনা হবে এবং তাদেরকে দ্রুত টিকা প্রদান করা হবে। উল্ল্যেখ্য, প্রথম পর্যায়ে ৬০০ জনকে টিকা প্রদান করা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে একই ভাবে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: