শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়ার জনবান্ধন পুলিশ অফিসার আলহাজ্ব মীর খায়রুল কবীর

কলারোয়ার জনবান্ধন পুলিশ অফিসার আলহাজ্ব মীর খায়রুল কবীর

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় মানুষের মুখে মুখে যাঁর নাম তিনি আর কেউ নন আলহাজ্ব মীর খায়রুল কবীর। জনবান্ধন এ পুলিশ অফিসার তাঁর ভালো কাজ ও নানামুখী জনবান্ধন উদ্যোগ নিয়ে ইতোমধ্যে মানুষের মন জয় করেছেন। তিনি কলারোয়া থানায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাত-দিন নিরলসভাবে কাজ করে কাজ করে যাচ্ছেন। এমন ভালো একজন সৎ পুলিশ অফিসার কর্মক্ষেত্রে ভাগ্যগুণে পাওয়া যায়। এদিকে পুলিশ অফিসার হিসেবে এখনো তাঁর সাথে দেখা করার জন্য অফিসের দরজা প্রতিটি সাধারণ মানুষের জন্য খোলা থাকে। দিন-রাত অফিসে থেকে সময় দেন অসহায় মানুষের কথা শোনার জন্য। ধৈর্য্য ধরে তিনি তাঁদের কথা শোনেন এবং সাধ্যমত সাহায্য সহযোগিতা করে থাকেন। অনেক ক্ষেত্রে তাঁর বেতনের টাকা দিয়ে মানুষের পাঁশে গিয়ে দাড়াঁন। করোনার শুরু থেকে তাঁর নেতৃত্বে মৃত ব্যক্তির দাফন, সৎকার, ফ্রি অক্সিজেন সেবা, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান, লকডাউন নিশ্চিতসহ নানা কাজে কলারোয়া থানা পুলিশ সব সময় কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক, সামাজিক ও করোনা সময়ে তিনি এই উপজেলার পুলিশ অফিসার হিসেবে অনেক কিছু দিয়েছেন উপজেলাবাসীদের। এই সময়ে তিনি প্রতিটি মানুষের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। অসহায় মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছেন তিনি। সাধারণ মানুষ যে ভরসা পেয়েছেন তা হয়তো এর আগে তেমন করে কেও দিতে পারেনি। উপজেলাবাসীদের নিরাপদ একটি রাত-দিন উপহার দিয়ে চলছেন কলারোয়ার জনবান্ধব পুলিশ অফিসার আলহাজ্ব মীর খায়রুল কবীর। তাঁর ভূমিকার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই উপজেলা মানুষের মনের গহীণে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: