শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়ায় পিস ক্লাব সদস্যদেরে নিয়ে সংলাপ অনুষ্ঠিত

কলারোয়ায় পিস ক্লাব সদস্যদেরে নিয়ে সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় পিস ক্লাব সদস্যদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ও পিস কনসোর্টিয়ামের সহযোগিতায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়। পিস কনসোর্টিয়ামের প্রকল্প ম্যানেজার সানাউল বাশারের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোমেনা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, অগ্রগতি সংস্থার কলারোয়ার প্রোগ্রাম অফিসার কামরুননাহার রেখা, পিস কনসোর্টিয়ামের প্রকল্পের ফিল্ড অফিসার আল আমিন সহ অন্যান্যে সরকারী কর্মকর্তা ও পিস ক্লাবের সদস্যবৃন্দ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও পিস ক্লাবের সদস্যরা সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠাসহ উগ্রপন্থা প্রতিরোধে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেন। স্থানীয় পিস ক্লাব সদস্যরা এলাকায় শান্তি-সম্প্রীতি স্থাপনে একসাথে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করেন। এর পরে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: