রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় মৎস্য খামারে জৈব নিরাপত্তা নিশ্চিতণ কর্মশালা

কলারোয়ায় মৎস্য খামারে জৈব নিরাপত্তা নিশ্চিতণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় মৎস্য খামারে জৈব নিরাপত্তা নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অপফসোনিন এগ্রোভেট এর আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন-উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হারুন-অর-রশিদ,অপসোনিন এগ্রোভেট কোম্পানীর এরিয়া ম্যানেজার বিশ^জিৎ সরকার, টিএসই আলী হোসেন, ফিল্ড অফিসার আনোয়ার হোসেন, এমপিও ছবেদ আলী প্রমুখ। উল্লেখ্য-উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীদের পরামর্শকারী লিফরা এ্ই কর্মশালায় অংশগ্রহন করেন। উল্লেখ্য- খামারিদের লাভবান ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতে কাজ করছে অপসোনিন এগ্রোভেট। ২০০৪ সাল হতে দেশব্যাপী মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতে সাশ্রয়ী দামে মানসম্মত ওষুধ ও পরামর্শমূলক সেবা দেয়ার মাধ্যমে দেশের ওষুধ শিল্পের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেড এর এগ্রোভেট শাখার যাত্রা শুরু। ইতিমধ্যে খামারি ও মৎস্য চাষিদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। গত কয়েকবছরে অপসোনিন এগ্রোভেট’র দেশব্যাপী যে বিস্তৃতি হয়েছে তার নেতৃত্বে রয়েছেন মো. আতিকুল ইসলাম। মৎস্য ও বাজারজাতকরণ বিষয়ে পড়াশোনা করা আতিকুল ইসলাম প্রতিষ্ঠানটিতে দীর্ঘ ৮ বছর ধরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে অপসোনিন এগ্রোভেট শাখায় ম্যানেজার (পিএমডি)পদে দায়িত্ব পালন করছেন মো. আতিকুল ইসলাম। অপসোনিন এগ্রোভেট’র এগিয়ে চলার গল্প, পণ্যের মান ও খামারিদের নিয়ে এগ্রিকেয়ার২৪.কম এর সাথে কথা বলেছেন অভিজ্ঞ এ ঊর্ধতন কর্মকর্তা।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: