রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ার যুগিখালী ও জয়নগরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা

কলারোয়ার যুগিখালী ও জয়নগরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা
নিজস্ব সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ও জয়নগরে ইউনিয়নের বিট পুলিশিং কমিটির আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩অক্টোবর) সকালে উপজেলার বামনখালী বাজারে ও বিকালে জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। বামনখালী বাজারের বিট পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ মীর খায়রুল কবীরের সভাপতিতে বামনখালী বাজারের বিট পুলিশিং কমিটির সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেন বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে। যাতে এই যুগিখালী ইউনিয়নে কোন ধরনের আইন শৃংখলা পরিস্থিতি উৎতাপ্ত ও নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-যুগিখালী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ। একই ভাবে উপজেলার জয়নগরে ইউনিয়ন বিট পুলিশিং কমিটির আয়োজনে বিকালে সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন-নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশাখা শাহা, ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার আব্দুল আজিজ, প্রধান শিক্ষক ইবাদুল হক, সরসকাটি বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব খা, বসন্তপুর মাদরাসার সুপার, ইউনিয়ন আ.লীগের নেতা পবিত্র সাহা, ইউনিয়ন আ.লীগের সংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সরসকাটি পুলিশ ফাড়ির ইনচার্জ তৌফিক আহম্মেদ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: