রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ার হেলাতলায় বিট পুলিশিং কমিটির সভায় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান

কলারোয়ার হেলাতলায় বিট পুলিশিং কমিটির সভায় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের বিট পুলিশিং কমিটির আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬অক্টোবর) বিকেলে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। হেলাতলা বিট পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান। তিনি তার বক্তব্যে বলেন-যেখানে অপরাধ সেখানেই প্রতিরোধ। অপরাধ করলে কাউকে কোন ভাবে ছাড় দেয়া হবে না। জেলা পুলিশ সর্বোদয় প্রস্তুত আছে। শান্ত হেলাতলা ইউনিয়নকে কেউ অশান্ত করতে চাইলে জেলা পুলিশ ও থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিবে। আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরতে এমন অপরাধীদের চিহৃত করে জেলা ও থানা পুলিশকে জানান। এই হেলাতলা ইউনিয়নে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরতে না পারে তার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- ৯নং হেলাতলা ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য খায়রুল ইসলাম, আমিরুল ইসলাম, কামরুজ্জামান, আসাদ, ফারুক হোসেন, রফিকুল ইসলাম, শারমিন খাতুন, নাছরিন, নাছিমা খাতুন, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, এসআই কেএম রেজাউল করিম, আবু সাঈদ, জসিম, সোহরাব হোসেন, আব্দুল বারী, এএসআই আলাউদ্দীন, আলী হোসেন সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: