রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় শিক্ষকদের দ্বিতীয় ব্যাচে ডিজিটাল কন্টেন্ট তৈরী প্রশিক্ষণের উদ্বোধন

কলারোয়ায় শিক্ষকদের দ্বিতীয় ব্যাচে ডিজিটাল কন্টেন্ট তৈরী প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮অক্টোবর) থেকে ৩দিন ব্যাপি উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সার্বিক পরিচালনায় ওই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধি সুরেশ মন্ডল, মাস্টার ট্রেইনার সহকারী শিক্ষক হুমায়ন কবির, মোস্তাফিজুর রহমান, শামসুর রহমান লাল্টু ও সাইফুল ইসলামসহ প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ। উল্লেখ্য-মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিষয় ভিত্তিক ২য় ব্যাচে পর্যায়ক্রমে ২৫জন শিক্ষক অংশ নেন। উল্লেখ্য-উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহায়তায় ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: