রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

কলারোয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া কেন্দ্রীয় শহিদ মিনারের বাউন্ডারী ওয়াল ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১অক্টোবর) সকালের দিকে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কাজের উদ্বোধন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন ঘোষনা করেন। এডিবি’র অর্থায়নে ৩লাখ, ৪৭ হাজার,৬শ, ৭২ টাকা মূল্যের বাউন্ডারি ওয়াল সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি, ফ্লোর ঢালাই, ফোল্ডিং গেট নির্মাণ, তিনপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের টব বসানো, স্টিক লাইট স্থাপন করার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী অশীম চন্দ্র, ওয়ার্ক এ্যাসিট্যান্ট কার্য সহকারী ইমরান হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিথী খাতুন ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: