রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস-২০২১

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস-২০২১
সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানে দুই সফল সমিতিকে ক্রেষ্ট প্রদান
নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কলারোয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬নভেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে ওই দিবস পালিত হয়। অনুষ্ঠান কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলেন সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর। এছাড়াও উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলার সকল এনজিও ও সকল সমবায়ীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-কলারোয়া উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আল আমিন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন- দেশকে এগিয়ে নিতে ও স্বনির্ভর দেশ গড়তে সমবায়ীদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভার আগে সমবায়ের ৫০বছর পূর্তিতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন-কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. তোয়াব আলি, শেখ রাশেদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ সফল সমিতি হিসাবে কামারালী পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ কে সম্মননা স্বারক প্রদান করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: