সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কলারোয়ায় জি.আর বালিকা দাখিল মাদরাসায় প্রতারণা ওজালিয়াতি আদালতে মামলা দায়ের

কলারোয়ায় জি.আর বালিকা দাখিল মাদরাসায় প্রতারণা ওজালিয়াতি
আদালতে মামলা দায়ের
মো: আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
কলারোয়া : সাতক্ষীরা জেলার কলারোয়া ৭নং চন্দনপুর ইউনিয়নের জি,আর বালিকা
দাখিল মাদরাসার প্রাক্তন সুপার মাও: মো: আসাদুজ্জামান ও তার সহযোগী একই
ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মাও: সাইফুর রহমানের সরাসরি যোগসাজসে
মাদরাসার মুল রেজুলেশন বহি, নৈশ প্রহরীর পদত্যাগ পত্র, নৈশ প্রহরীর এম,পিও হইতে
নাম বাদ দেওয়ার জন্য মহাপরিচালকের বরাবর মূল আবেদন পত্র ও সাবেক সভাপতি মো:
মফিজুল ইসলামের স্বাক্ষর জাল ও বর্ণিত কাগজপত্রের মুল কপি এবং মাদরাসার
দায়িত্বভার ভারপ্রাপ্ত সুপার মাও: শাহাজান আলীর নিকট/সভাপতির নিকট হস্তান্তর না
করিয়া মাদরাসার সকল জরুরী মুল কাগজপত্র চুরি করিয়া লইয়া যায়। এ ব্যাপারে
ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহাজান আলী সাবেক সুপার মাও: আসাদুজ্জামান,
পিতা এলাহী বক্স সাং কাদপুর এর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি জি,ডি করেন
যাহার নং ৩২৬, তাং ১৭/০৩/২০২১ইং এবং সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৪নং (কলা:) আদালত
সাতক্ষীরা সি,আর ১৫৭/২১ (কলা:) ধারা, ৪২০, ৪৬৫, ৪৭১, ৪৬৭, ৪৬০,৩৮০,৫০৬ দ:বি:
অনুযায়ী সাবেক সুপার মাও: আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করিলে বিজ্ঞ
আদালত দীর্ঘ শুনানী শেষে মামলাটি তদন্তের জন্য কলারোয়া উপজেলা প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা মহোদয়ের নিকট প্রেরণ করেন। তদন্তকারী কর্মকর্তা শিক্ষা
অফিসার জনাব রোকনুজ্জামান গতকাল তার নিজস্ব কার্যালয়ে সকাল ১০টায় বাদী ও
আসামীদের নোটিশের মাধ্যমে হাজির করিয়া তদন্তকার্য্য শেষ করেন। তদন্তকারী
কর্মকর্তা উল্লেখিত মামলার সকল আর্জি ও থানার জি,ডি অনুযায়ী সকল ঘটনা
সন্দেহতীতভাবে প্রমানিত হয়েছে বলে জানান। তদন্তের সময় উপস্থিত ছিলেন
দৈনিক কাফেলার নিজস্ব প্রতিনিধি ও কলারোয়া মাদরাসা শিক্ষক সমিতির সাবেক
সেক্রেটারী এবং কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ
সাংবাদিক মো: আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মাও: আইয়ুব আলী, বড়ালী
হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাজহারুল ইসলাম ও স্বাক্ষী শিক্ষক
গোলাম রসুল, গোলাম কিবরিয়া ও বাদী শাহাজাহান আলী সাবেক সভাপতি
মফিজুল ইসলাম প্রমুখ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: