সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কলারোয়া বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ

কলারোয়ায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) বিকাল ৪টায় কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার নানান বয়সী মানুষ উপস্থিত ছিলেন। দেশব্যাপী প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত সকলে জাতীয় পতাকা হাতে নিয়ে শপথবাক্য পাঠ করেন।

প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একযোগে শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বি এম নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পুলিশ ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিযন, বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: