সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটে ৮ জন অভিভাবক ও ৩ জন শিক্ষক প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে ৪ জন অভিভাবক ও ২ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। তিনি গণমাধ্যমকে বলেন, সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমূখর পরিবেশে তাদের ভোট প্রদান করেছেন।

দুপুরের দিকে ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর।

ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

নির্বাচনে শিক্ষকদের ভোটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন- সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী ও জি.এম সেলিম রেজা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন সহকারী শিক্ষক মোঃ শওকত আলী।

অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত ৪ সদস্য হলেন- মোঃ আনারুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৭১), মোঃ মনিরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২১১), মোঃ নবীছদ্দীন (প্রাপ্ত ভোট ২১০), শরীফুজ্জামান উজ্জল (প্রাপ্ত ভোট ১৫৯)।

নিকটতম অপর ৪ প্রার্থীরা হলেন- মোঃ রেজাউল ইসলাম (প্রাপ্ত ভোট ১৫৫), মোঃ আলতাফ হোসেন (প্রাপ্ত ভোট ১৫৩), রনজিৎ কুমার (প্রাপ্ত ভোট ১৫২), শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৪৬)।

এদিকে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন- দাতা সদস্য মোঃ নূরুল ইসলাম, নারী শিক্ষক প্রতিনিধি রোকসানা খাতুন, নারী অভিভাবক সদস্য রেশমা পারভীন।

উল্লেখ্য, বিগত ১৮ নভেম্বর সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের তফসীল ঘোষণা করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: