সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

ইসি গঠন: রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে বঙ্গভবনে জাসদ নেতৃবৃন্দ

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে গেছে।

অজ বুধবার দুপুরের পর তারা বঙ্গভবনে যান।

অন্যদিকে আগামী ২৬ ডিসেম্বর বিকাল ৪টায় ন্যাপকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে এবং একই দিন সন্ধ্যা ৬টায় বাসদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়।

প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির ৫ বছরের মেয়াদ শেষ হবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি।

ইসির ওয়েবসাইট অনুযায়ী, ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। কিন্তু তাদের মধ্যে মাত্র ৯টি দলের সংসদে প্রতিনিধি রয়েছে।

৯টি দল হচ্ছে- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টি (জেপি)।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: