সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

হোমিও প্যাথির স্বার্থ রক্ষায় কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

চলমান সংকট নিরসন ও হোমিও প্যাথির স্বার্থ রক্ষার্থে কলারোয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় কলারোয়ার সোনাবাড়িয়া বাজারের নয়ন হোমিও প্যাথিক ফার্মেসীতে ডা. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হোমিও প্যাথির স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল বারিক। ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া হোমিও প্যাথিক মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. মাহবুব রহমান, ডা. শরীফ রেজা, মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান, স্থানীয় ডা. আব্দুস সামাদ, ডা. গোলাম সাকলাইন মিঠু, ডা. আসাদুজ্জামান, ডা. হাবিবুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডা. শফিকুর রহমান।

মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশে চলমান হোমিও প্যাথির সংকট নিরসন ও চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হতে বিশেষ আহ্বান জানান।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: