সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

৬ গুন বেড়েছে করোনা রোগীর সংখ্যা: ঢামেক পরিচালক

ওমিক্রণের কারণে জানুয়ারির শুরুর দিকে যে পরিমাণ রোগী ছিল, সেই সংখ্যা এখন ছয়গুন বেড়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে করোনা রোগী বাড়ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে।

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, করোনা ভাইরাসের ওমিক্রনকারণে জানুয়ারি মাসের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা ছয়গুন বেড়েছে। হাসপাতালগুলোতে পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যাও বেশি। তবে সংক্রমণ বাড়লেও মৃত্যুহারও খুব কম। যারা টিকা নিয়েছেন এবং করোনায় আক্রান্ত্র হচ্ছেন, তাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।

এদিকে বিভিন্ন কেন্দ্রে বেড়েছে টিকাগ্রহীতদের ভিড়। ভোর থেকে টিকা নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন অনেকে।

চিকিৎসকরা জানিয়েছেন, গেল কয়েকদিনে টিকা গ্রহীতার সংখ্যা কয়েকগুণ বেড়েছে। যারা নমুনা পরীক্ষা করতে হাসপাতালে আসছেন, তাঁদের অনেকের উপসর্গ নেই, আবার কারো কারো মৃদু উপসর্গ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: