শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়া সীমান্তে সাতক্ষীরা বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণ

কলারোয়া সীমান্তে সাতক্ষীরা বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ ইমরান হোসেন নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দুঃস্থ অসহায় পরিবারের মাঝে (ত্রাণ) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা বিজিবির ৩৩ব্যাটালিয়নের আয়োজনে সোমবার (৯আগস্ট) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিজিবির সীমান্ত ফাঁড়ীতে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজিবি সাতক্ষীরা ৩৩ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দুঃস্থ অসহায় পরিবারের মাঝে (ত্রাণ) খাদ্য সামগ্রী বিতরণ করেন । এসময় সেখানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা ৩৩বিজিবি’র অপস অফিসার মেজর মামুন রেজা, কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ও তলুইগাছা সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হারুনার রশীদ, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক এসএম ফারুক সহ বিজিবির অন্যন্যে সদস্যবৃন্দ। সাতক্ষীরা ৩৩বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ এ সময় বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় হত-দরিদ্র অসহায় সীমান্তবাসীর মাঝে এধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড করে থাকেন। এই মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবন প্রভৃতি।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: