রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ার যুগিখালীতে প্রদীপ প্রকল্পের আওতায় ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন কার্ড বিতরণ

কলারোয়ার যুগিখালীতে প্রদীপ প্রকল্পের আওতায় ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন কার্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালীতে কোভিড-১৯ ভ্যাকসিনের কমিউনিটি মোবিলাইজেশন ও ফ্রি নিবন্ধন কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (২৬সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী মিশনে পরিত্রানের প্রদীপ প্রকল্পের আওতায় ফ্রি নিবন্ধন কার্ড বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- কলারোয়া হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ আশিক বাহার। উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী পরিত্রানের সভাপতি সাথি রায়ের সভাপতিতে¦ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- ইউপি সদস্য ডাবলু রহমান, নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মনজুয়ারা, সমাজসেবক শারমিন খাতুন, কামারালী পরিত্রানের সাধারণ সম্পাদক রেখা বিশ্বাস, পরিত্রানের প্রদীপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শরীফ আহম্মেদ, এফএফ তারেক হাসান রকি, শাহিদা খাতুন, ভলিন্টিয়ার লিটন বিশ্বাস,সাংবাদিক সরদার জিল্লুর ও জুলফিকার আলী প্রমুখ। উল্লেখ্য-যুগিখালী ইউনিয়নের কামারালী মিশন পাড়ায় ২৫০জন নারী ও পুরুষের মধ্যে কোভিড ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন কার্ড বিতরণ করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: