রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে পিস ক্লাবের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন

কলারোয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে পিস ক্লাবের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে পিস ক্লাবের সৌজন্যে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬সেপ্টেম্বর) সন্ধ্যায় কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২১সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস এবং ২অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবসকে কেন্দ্র করে পিস কনসোর্টিয়াম বাংলাদেশের সহায়তায় কলারোয়া উপজেলার পিস ক্লাব সদস্যরা গত ১৫সেপ্টেম্বর ২০২১ থেকে অনলাইনে পক্ষকালব্যাপী প্রচারাভিযানে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচী বাস্তবায়ন করছে। অগ্রগতি সংস্থা ও পিস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। বিশেষ অতিথি হিসাবে ছিলেন-সাবেক প্রফেসর আবু বক্কর সিদ্দিক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিস কনসোর্টিয়াম প্রকল্পের প্রকল্প ম্যানেজার সানাউল্লাহ বাশার, ডকুমেন্টেশন অফিসার মঈনুদ্দিন আহমেদ, অগ্রগতি সংস্থার ফিল্ড অফিসার আল আমিন, সাংবাদিক জুলফিকার আলি ও সাংবাদিক সরদার জিল্লুর। এছাড়াও উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলার ১টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের পিস ক্লাব সদস্যবৃন্দ। অনুষ্ঠানে এক হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। অনুষ্ঠানে কনসোর্টিয়াম প্রকল্পের প্রকল্প ম্যানেজার সানাউল্লাহ বাশার বলেন- এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে-তরুন-তরুনীদের মধ্যে সহনশীলতা সৃষ্টি করে উগ্রপন্থীদের উস্কানী ও গুজবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: