রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় সরসকাটিতে ধান পাটের আড়তে হামলা

কলারোয়ায় সরসকাটিতে ধান পাটের আড়তে হামলা
ভাংচুর, ১লক্ষ ৮৩ হাজার টাকা চুরি, আহত-১, মামলা দায়ের
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার সরসকাটি বাজারের ধান-পাটের আড়ৎ ঘরে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর করেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী প্রদীপ কুমার সাহা (৫৩) গুরুত্বর জখম হয়েছে। সন্ত্রাসীরা ওই আড়তের ক্যাশ ড্রায়ার থেকে ১লক্ষ ৮৩ হাজার টাকা চুরি করে নিয়েছে। এঘটনাটি ঘটেছে-৫নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারে। এঘটনায় ৬নভেম্বর বিকালে কলারোয়া থানায় একটি মামলা নং-৯(১১)২১ হয়েছে। ক্ষতিগ্রস্ত আহত ব্যবসায়ী প্রদীপ কুমার সাহা জানান-ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোকলেছুর রহমান বাবু, জাহিদ সানা, সিদ্দিক মোড়ল, কামরুল শেখ, হাবিরুল্লাহ মোল্লার সাথে বিরোধ ও শত্রুতা চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে তারা ৮/১০জন দলবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে সন্ত্রাসী কায়দায় লোহার রড ও বাশের লাঠি নিয়ে সরসকাটি বাজারে আসে। এসময় তারা প্রদীপ কুমার সাহার আড়তে প্রবেশ করে হামলা চালায়। তাদের হামলায় দোকান ঘরের ৪টি প্লাষ্টিকের চেয়ার সহ বিভিন্ন আসবাপত্র ভাংচুর করে প্রায় ৫হাজার টাকার ক্ষতি সাধন করে। এর আগে তারা ব্যবসায়ী প্রদীপ কুমার সাহার আড়তের ক্যাশ ড্রায়ার থেকে ১লক্ষ ৮৩ হাজার টাকা চুরি করে নেয়। পরে বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এসে আহত ব্যবসায়ী প্রদীপ কুমার সাহা (৫৩) কে উদ্ধার করে কলারোয়ার সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনায় উক্ত আসামীদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়। আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এসে মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তাদের অব্যাহত হুমকিতে মামলার বাদী ব্যবসায়ী প্রদীপ কুমার সাহা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: