রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন উপলক্ষে সেমিনার

কলারোয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন উপলক্ষে সেমিনার
জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধান কে সামনে রেখে ভোক্তা-অধিকার অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪নভেম্বর) সকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-আমিন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, বিআরডিবি’র সভাপতি আব্দুল গফুর, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেন, পৌরসচিব তুষার কান্তি দাস, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, কলারোয়া থানার এস.আই হাসান, রির্পোটাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক এম.এ সাজেদ, সরদার জিল্লুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ভোক্তা- অধিকার পাওয়ার অধিকার আছে জনসাধারণের, কিন্তু বাজারে দেখা যায় বিভিন্ন লেবেল দিয়ে অসাধু ব্যবসায়ীরা অধিক মূল্য পণ্য বিক্রয় করে জনসাধারণের সাথে প্রতারনা করে আসছে। আমরা সবাই মিলে প্রশাসনকে সহযোগিতা করবো যাহাতে কোন ব্যবসায়ী যেন অন্যায় করতে না পারে। তিনি আরোও বলেন-ভোক্তা অধিকার মানবো, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবো। উপজেলা সহকারী কমিশনার বক্তব্য বলেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির মাধ্যমে প্রতিদিনের পণ্যের তালিকা দেওয়ার আহবান জানান


Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: